গাজার পূর্ণাঙ্গ নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল: নেতানিয়াহু

|

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি।

যুদ্ধ শেষ হলে গাজার পূর্ণাঙ্গ নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল। এবিসি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৭ নভেম্বের) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, হামাস জিম্মিদের মুক্তি না দিলে কোনো অস্ত্রবিরতি হবে না বলে হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধান। তবে মানবিক বিরতির সম্ভাবনা থাকতে পারে বলে জানান নেতানিয়াহু।

তিনি বলেন, জরুরি পণ্য প্রবেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে সার্বিক অস্ত্রবিরতি নয়। কারণ তাতে আমাদের জিম্মি উদ্ধারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। হামাসকে সামরিক চাপে রাখাই একমাত্র উপায়।

মার্কিন সংবাদ মাধ্যমটির সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, আগেও একাধিকবার স্বল্পসময়ের জন্য মানবিক বিরতি দেয়া হয়েছে গাজায়। যাতে বেসামরিকরা সরে যেতে পারে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply