লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন: অনিয়মের অভিযোগে ফলাফলের গেজেট স্থগিত

|

ভোটে অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই আসনের উপনির্বাচনের অনিয়মের ভিডিও প্রকাশের পর এমন সিদ্ধান্ত নিলো ইসি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম গেজেট স্থগিতের কথা জানান। গত রোববার (৫ নভেম্বর) এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৬ ভোট।

আর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনেও বেসরকারিভাবে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম। তিনি ৬৬ হাজার ৩১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা ৩৭ হাজার ৭৫৮ ভোট পান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply