সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব

|

ছবি: এএফপি

বিশ্বকাপ শেষ বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসানের। বাঁ হাতের আঙুলের ইনজুরি নিয়ে দেশে ফিরছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেশে ফেরার কথা রয়েছে তার। এরআগে দুপুরে টিম হোটেল ছাড়েন সাকিব।

তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

সোমবার শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান বাংলাদেশ অধিনায়ক। ব্যথা নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচ শেষে তিনি দিল্লির হাসপাতালে এক্স-রে করান। এতে তার আঙুলে চিড় ধরা পড়ে। ইনজুরি কাটিয়ে সুস্থ্য হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।

পুনর্বাসনের জন্যই সাকিব দেশে ফিরছেন বলে জানান জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি আছে মাত্র একটি। আগামী ১১ নভেম্বর তারা মাঠে নামবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply