ইসরায়েলের অভিযানে পশ্চিম তীরে প্রাণহানি ১০, গ্রেফতার মানবাধিকারকর্মী

|

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে থামছেই না ইসরায়েলি আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় দেশটির সাঁড়াশি অভিযানে প্রাণ হারিয়েছেন ১০ ফিলিস্তিনি। খবর আনাদোলু এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তুলকারেম এলাকায় গাড়িতে থাকা ৪ আরোহীকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ইহুদি সেনারা। মোবাইলে ধারণ করা বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেতানিয়াহু প্রশাসনের দাবি, নিহতরা সবাই হামাসের স্লিপার সেলের সদস্য। তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা আঁটছিলো। তাদের সন্ধানেই চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান। তাছাড়া, বিচ্ছিন্ন হামলায় পূর্ব জেরুজালেম, হেবরন ও নাবলুসে প্রাণ যায় বাকিদের। গ্রেফতার হয়েছেন ৭০ জন। যাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নারী মানবাধিকারকর্মী আহেদ তামিমি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, পশ্চিম তীরে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬৩ জন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply