শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে কটূক্তি করেন ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস। প্রতিবাদে আন্তর্জাতিক ধারাভাষ্যকারের তালিকা থেকে সাবেক এ ফাস্ট বোলারের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করার নির্দেশ কেন দেওয়া হবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে বিসিবিকে আইসিসিতে অভিযোগ দায়ের করতে নির্দেশনা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিসিবি ও বিসিবি প্রেসিডেন্টকে আগামি ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতেও বলা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খানের রিটের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটে বলা হয়, বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ৩৮তম ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটীয় আইন অনুযায়ী আম্পায়ার ম্যাথুসকে আউট দেন। আইসিসির আইন অনুযায়ী এটি বৈধ আউট হলেও অনেক সাবেক ক্রিকেটাররা পক্ষপাতমূলকভাবে সাকিবের সমালোচনা করছেন। খেলা চলাকালীন কমেন্ট্রিতে সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন ওয়াকার ইউনিস।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের ওই ম্যাচে এঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটকে কেন্দ্র করে কমেন্ট্রি বক্সে ‘এমন অখেলোয়াড়িসুলভ আচরণ আমি কখনও দেখিনি’ বলে মন্তব্য করেছিলেন ওয়াকার ইউনিস। এছাড়াও ম্যাথুস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর পাকিস্তানের সাবেক এ খেলোয়াড় বলেন, গাঞ্জি (বাজে) ক্রিকেট, ছি ছি সাকিব এটা কি করলো। তবে সাকিব! একমাত্র সাকিবের পক্ষেই এমন কিছু সম্ভব। বাংলাদেশ যা করেছে তা ক্রিকেটের চেতনা বিরোধী।
এএস/এমএইচ
Leave a reply