হামাসের ১৩০টি টানেল ধ্বংস করলো ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে হামাসের ১৩০টি টানেল। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

এমন দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের। এক টেলিগ্রাম বার্তায় বলা হয়, বেইত হানুন এলাকায় বড় একটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে ইহুদি বাহিনী। গোষ্ঠীটির বিপুল সংখ্যক অস্ত্র ধ্বংসের দাবিও জানায়।

বুধবার (৮ নভেম্বর) টেলিভিশনে প্রচারিত নিয়মিত ব্রিফিংয়ে আইডিএফ মুখপাত্র জানান, বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। হামাসের আস্তানা টার্গেটের কথা বলা হলেও বুধবারও গাজার প্রতিটি অংশেই বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বোমাবর্ষণের শিকার হয়েছে আবাসিক ভবন, স্কুল, শরণার্থী শিবিরও। এক মাসের বেশি সময় ধরে চলমান ইসারায়েলি অভিযানে উপত্যকায় প্রাণহানি দাঁড়িয়েছে ১০ হাজার ৬শ’র কাছাকাছি। নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ৩শ’ শিশু।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply