৪ ঘণ্টায় গাজা ছেড়েছে ৫০ হাজার ফিলিস্তিনি, দাবি ইসরায়েলের

|

নিরাপদ করিডোর ব্যবহার করে বুধবার (৮ নভেম্বর) একদিনে ৫০ হাজার ফিলিস্তিনি গাজা ছেড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর। তাদের দাবি, এ দিন চার ঘণ্টার জন্য চালু করা হয় নিরাপদ করিডোর। সেখান দিয়েই দেশ ছেড়েছেন গাজাবাসী। খবর ফ্রান্স ২৪ এর।

আবারও বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ দেয়া হবে জানিয়ে আইডিএফ মুখপাত্র বলেন, অস্ত্রবিরতির কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল অভিযান ভয়াবহ রূপ নেয়ায় এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে মানুষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ১৫ হাজার মানুষ সরে গেছে দক্ষিণের দিকে। এর আগের দু’দিনও ৫ ও ২ হাজার গাজাবাসী উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply