কৃষ্ণসাগরে কার্গো জাহাজে রাশিয়ার হামলা, চালক নিহত

|

বিধ্বস্ত জাহাজটির ভেতরের ছবি: বিবিসি।

কৃষ্ণসাগরে একটি বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে এ হামলা চালানো হয়। ইউক্রেনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় জাহাজটির চালক নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরও ৪ জন। আহতদের মধ্যে ফিলিপাইনের নাগরিক তিনজন।

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরের দিকে যাচ্ছিল।

কিয়েভ জানায়, জাহাজটিতে অ্যান্টি-রাডার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় জাহাজটি। কার্গো জাহাজটিতে করে আকরিক লোহা পরিবহন করা হচ্ছিল বলেও জানায় কিয়েভ।

তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া।

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply