বিশ্বকাপের ৪২তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদের।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (১০ নভেম্বর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
৮ ম্যাচে ৬ জয় নিয়ে আসরের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে প্রোটিয়ারা। নক-আউট পর্বের আগে তাই একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে আফ্রিকানরা।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ: বাংলাদেশের সামনে বাধা কে?
এই ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা। বিশ্রাম দেয়া হয়েছে মার্কো জ্যানসেন ও তাবরিজ শামসিকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন জেরাল্ড কোৎজে ও অ্যান্ডিল লাকি ফেহলাকওয়াইও। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা।
দারুন ছন্দে থাকা আফগানিস্তান গত ম্যাচে হোঁচট খেয়েছে অজিদের বিপক্ষে। ২০১ রানের অপরাজিত ইনিংসে আফগানদের একাই হারিয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে সেমির দৌড়ে টিকে আছে তারাও। যদিও সেই আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই রশিদ-নবীদের সামনে।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও নুর আহমাদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, অ্যান্ডিল লাকি ফেহলাকওয়াইও, ডেভিড মিলার, জেরাল্ড কোৎজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।
/এমএইচ
Leave a reply