গাজা সফরে আসা জাতিসংঘের কর্মকর্তাদের কাছে সেখানকার শিশুরা এক টুকরো রুটি ও এক চুমুক পানি চাইছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েট্টি তৌমা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিবিসি নিউজ’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সফরে আসা জাতিসংঘের কর্মকর্তাদের কাছে সেখানকার শিশুরা এক টুকরো রুটি এবং এক চুমুক পানি চাইছে। তবে সেই সহায়তা মিলছে না। কারণ আমাদের কাছে সরবরাহ নেই। জ্বালানির ঘাটতি নিয়েও আমাদের একই সমস্যা রয়েছে।
গাজার পরিস্থিতি ক্রমশই খারাপ অবস্থার দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখানে আরও সহায়তা পাঠানো প্রয়োজন। দুটি জিনিসের বিশেষ প্রয়োজন; সেগুলো হলো জ্বালানি এবং মানবিক যুদ্ধবিরতি।
গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার পর থেকে গাজায় কোনো জ্বালানি প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী।
/এনকে
Leave a reply