হ্যাকারদের হামলার শিকার হয়েছে চীনের সবচেয়ে বড় ব্যাংক আইসিবিসি। ব্যাংকটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে জানানো হয়, গত বুধবার (৮ নভেম্বর) র্যানসমওয়্যার ভাইরাস হামলার শিকার হয় ব্যাংকটি। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ হামলার ফলে বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি মার্কেটের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। জটিলতা তৈরি হয়েছে আর্থিক লেনদেনে।
বিশ্লেষকরা ধারণা করছেন, লকবিট নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে। এ গোষ্ঠী রাশিয়ার সাথে সম্পর্কযুক্ত।
/আরএইচ/এমএন
Leave a reply