প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল চোখে উন্নয়ন দেখে না। চোখ থাকতে যারা অন্ধ তাদের আর কী বলবো? চোখের আধুনিক চিকিৎসার ব্যবস্থা করেছি। দশ টাকা দিয়ে চোখ দেখিয়ে নিবেন। অবশ্য সমস্যা চোখে না, তাদের মনে। তাদের মনই অন্ধকার। সবাই তাদের থেকে সতর্ক থাকবেন।
শনিবার (১১ নভেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে আমি রাজি না। বাংলাদেশ আমাদের, এই দেশের উন্নয়ন আমরাই করবো। একজন এসে পরামর্শ দিবে তা মেনে নিবো না।
তিনি আরও বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ২৩৩ আসলে জয়লাভ করে। আর বিএনপি পায় ৩০ সিটি। এরপর আমরা সরকার গঠন করি। মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা নিই। মানুষকে কতটুকু সেবা দিতে পারি, তা বিবেচনা করেই কাজ করি।
প্রধানমন্ত্রী দেশের রেলব্যবস্থার প্রসঙ্গে বলেন, আগামী তিন-চার বছরের মধ্যে রেলপথে পণ্য পরিবহন হবে আন্তর্জাতিক মানের। রেলে করে সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে আসা-যাওয়ার ব্যবস্থা করা হবে। আশা করি পর্যটন খাতে এই রেল যোগাযোগ বড় ভূমিকা রাখবে।
এ সময় কক্সবাজারের বাসিন্দাদের দেশের অন্য জায়গায় আসার দাওয়াত দেন শেখ হাসিনা।
/এমএন
Leave a reply