হামাসকে সামরিক এবং কূটনৈতিক সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। রোববার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেন তিনি। এরপর রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।
ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি বর্বরতা ঠেকাতে হামাসের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন দেয়া উচিত। এ কারণে স্বাধীনতাকামী সংগঠনটিকে সমরাস্ত্র সরবরাহ করা উচিত আরব দেশগুলোর। এর পাশাপাশি হামাসকে অন্যান্য সহায়তা করারও আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।
সম্মেলনে মোট ৫৭ জন শীর্ষ নেতা যোগদান করেন। এ সময় তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের উপর জোর দেন।
/এআই
Leave a reply