আমদানির পরও নিয়ন্ত্রণে নেই আলুর বাজার

|

আমদানি করেও আলু আর পেঁয়াজের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। রাজধানীর বেশিরভাগ বাজারে এখনও প্রতি কেজি আলুর জন্য গুণতে হচ্ছে ৫০ টাকার বেশি। গত দু’দিনের ব্যবধানে স্থল বন্দরেও আলুর দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ১৩০ টাকা আর আমদানি করা পেঁয়াজ মিলছে ১২০ টাকা কেজিতে।

হিলি স্থল বন্দরে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা। দুইদিন আগেও বন্দরের পাইকারী বাজারে প্রতি কেজি আলু ২৮ থেকে ৩০ টাকা বিক্রি হলেও গতকাল তা বিক্রি হয়েছে ৩৩ থেকে ৩৪ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও গতকাল বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়।

একদিকে ব্যংকগুলোয় ডলার সংকটের চাহিদা মাফিক ঋণপত্র খোলতে না পারার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ঋণপত্র খুলতে না পারলে বাধাগ্রস্থ হবে বন্দরের পণ্য আমদানি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply