বিচ্ছিন্ন সহিংসতায় সারাদেশে চলছে বিএনপির অবরোধ

|

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে সারাদেশে চলছে চতুর্থ দফায় ডাকা বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ।

রোববার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর, মাটিরাঙ্গার নতুন পাড়া ও দীঘিনালার বিভিন্ন সড়কে আগুন দিয়ে অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। জিরোমাইল এলাকায় পাহাড় থেকে বিভিন্ন পরিবহন লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়।

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী ও দালালবাজার এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। ঝটিকা মিছিল হয়েছে জেলার বিভিন্ন স্থানে। এসময়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে পাবনায় মিছিল করেছে জেলা ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা। ভোরে শহরের এডওয়ার্ড কলেজের সামনে ও বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচী পালন করে তারা। এসময় শহরের অভ্যন্তরীন সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল।

এছাড়া রংপুর গাজীপুরসহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ হয়েছে। বন্ধ আছে দূরপাল্লার যান চলাচল। ফলে চরম গণপরিবহন সংকটে পড়ছেন যাত্রীরা।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply