গাজায় হত্যাযজ্ঞ: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব দক্ষিণ আফ্রিকার

|

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

গাজায় রীতিমতো রক্তের খেলা শুরু করেছে দখলদার ইসরায়েল। একাধিক দেশ এরই মধ্যে তেলআবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশসহ একাধিক দেশের পার্লামেন্টে পাস হয়েছে নিন্দা প্রস্তুাবও। এরই ধারাবাহিকতায় এবার তেলআবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো দক্ষিণ আফ্রিকা। দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানা গেছে। খবর জেরুজালেম পোস্টের।

মূলত, কিছুদিন আগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে। ঐ ঘটনায় বিক্ষোভকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত এলিয়াভ বেলোত সারকোভস্কি। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় প্রিটোরিয়া।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন রাষ্ট্রদূত। তার এই আচরণ জেনেভা কনভেশন বিরোধী। নিরাপরাধ মানুষদের হত্যা করায় আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের দাবিও জানায় দক্ষিণ আফ্রিকা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply