গাজায় ইসরায়েলের নজিরবিহীন নৃশংসতার জেরে ক্রমশ উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখা দিয়েছে। ফলে গোটা বিশ্বের নজর এখন গাজা যুদ্ধ ও আরব নেতাদের গতিবিধির ওপর। গাজা ইস্যুতে ইসরায়েলকে রক্ষায় মহাব্যস্ত পশ্চিমা দেশগুলোও। ফলে অনেকটা আড়ালেই চলে গেছে ইউক্রেন যুদ্ধের ইস্যুটি। আর এই সুযোগে কিয়েভে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।
শনিবার (১১ নভেম্বর) ব্যাপক সংঘর্ষ হয় ইউক্রেন-রাশিয়ার সেনাদের মধ্যে। এতে কিয়েভের যুদ্ধ বিমানসহ বিপুল সামরিক অস্ত্র ধ্বংসের দাবি করেছে মস্কোর।
ক্রেমলিন বলছে, ইউক্রেনের একাধিক ট্যাংক, সাঁজোয়া যানসহ অন্যান্য অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করেছে রুশ বাহিনী। একটি মিগ-২৯ যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে। এর পাশাপাশি একাধিক রকেট সিস্টেম এবং বেশ কয়েকটি ড্রোনও বিধ্বস্তু হয়েছে।
এ দিন কুপিয়ানস্ক, ক্রাসনি লাইমান, ডোনেটস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে ইউক্রেনীয় পদাতিক বাহিনীর ওপর ব্যাপক হামলা চালানো হয় বলেও জানা গেছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ, বিভিন্ন সামরিক অবস্থানে হামলা অব্যাহত আছে।
এসজেড/
Leave a reply