বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রান উৎসব করেছে ভারত। শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুলের সেঞ্চুরি এবং তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে ৪১০ রান তুলেছে রোহিত শর্মার দল। ভারতের এমন রান উৎসবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়া অনেকটাই নিশ্চিত বাংলাদেশের।
পাকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। স্বাগতিক হওয়ায় পাকিস্তান সরাসরি অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। আর চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সাত দল খেলবে টুর্নামেন্টটিতে। বাংলাদেশ বর্তমানে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে। নয় নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তবে তাদের আর ম্যাচ না থাকায় বাংলাদেশের ওপরে যাওয়ার সুযোগ নেই।
তালিকার ১০ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশের ওপরে যেতে ভারতকে এই ম্যাচে হারাতেই হবে ডাচদের। যেটি অনেকটাই কঠিন নেদারল্যান্ডসের জন্য। তাই বলা যায়, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া অনেকটাই নিশ্চিত।
এমনটি হলে অংশগ্রহনকারী দলগুলো হবে, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান ও ইংল্যান্ড।
/এনকে
Leave a reply