চট্টগ্রামের প্রথম ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ উদ্বোধন হতে যাচ্ছে আজ মঙ্গলবার। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, বায়েজিদ লিংক রোড ও বাকলিয়া এক্সেস রোড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। এই তিন প্রকল্পসহ নগরী ও জেলার অন্তত ১৫টি প্রকল্প উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে চালু হলে ১৬ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে মাত্র ২০ মিনিটে। এতে চট্টগ্রাম নগরে যানজট কমবে।
৫৪ ফুট প্রশস্ত এবং চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাকছে ১৪টি র্যাম্প। এক্সপ্রেসওয়েটির নির্মাণ ব্যয় ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা।
/এনকে
Leave a reply