মিসাইল হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন লেবাননের এক সাংবাদিক

|

লেবাননের সংবাদ মাধ্যম আল জাদেদের সাংবাদিক রিফ আকিল। ছবি: রয়টার্স।

ইসরায়েলি সীমান্তের কাছে মিসাইল হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন লেবাননের এক সাংবাদিক। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম উইওন নিউজ এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে সরাসরি সীমান্ত থেকে রিপোর্ট করছিলেন লেবাননের সংবাদ মাধ্যম আল জাদেদের সাংবাদিক রিফ আকিল। হামলার সময় লেবানন-ইসরায়েল সীমান্তের কাছে ইয়ারুনে ছিলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রিফ আকিলের সহকর্মীদের দাবি, সাংবাদিকদের দলটিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনীর।

উল্লেখ্য, গাজায় চলমান সংঘাতের মাঝেই তুঙ্গে ইসরায়েল-হিজবুল্লাহ’র পুরোমাত্রায় যুদ্ধের শঙ্কা। সময়ের সাথে ক্রমেই বেড়ে চলেছে দু’পক্ষের হামলার পরিধি। বেড়েছে পাল্টাপাল্টি হুমকি আর হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে যেকোনো মুহূর্তে সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার অশনি সংকেত দিচ্ছেন বিশ্লেষকরা। 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দু’পক্ষ। বলা হচ্ছে, ২০০৬ সালের পর এবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে ইসরায়েল-হিজবুল্লাহ। প্রতিনিয়ত পরস্পরকে দিচ্ছে পাল্টাপাল্টি যুদ্ধের হুঁশিয়ারি। ব্যাপক রণপ্রস্তুতির জানান দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলও। লেবাননের সীমান্তবর্তী এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে তারা। ট্যাংক, সাঁজোয়া যান নিয়ে ব্যাপক মহড়া দিচ্ছে দেশটির সেনাবাহিনী। এতে যেকোনো সময় সর্বাত্মক সংঘাতে জড়ানোর শঙ্কা ক্রমেই বাড়ছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply