বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে মন্দা

|

স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট:

ভারত, ভুটান আর নেপালের সাথে আমদানি-রফতানি কার্যক্রমের জন্য ব্যবসায়িদের অন্যতম পছন্দ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। তবে টানা হরতাল-অবরোধে ঝিমিয়ে পড়েছে কার্যক্রম।

অবরোধ উপেক্ষা করে বন্দর চালু থাকলেও আমদানি-রফতানি কার্যক্রম চলছে ধীরগতিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী যানবাহন বন্দরে আসতে পারছে না, তেমনি আমদানি পণ্যও পাঠানো সম্ভব হচ্ছে না সারাদেশে। মন্দাবস্থায় আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের। বন্দরে কাজ কমে যাওয়ায় বেকার সময় পার করছে হাজারও শ্রমিক।

বন্দর শ্রমিকরা জানান, ভারতীয় গাড়ি বাংলাদেশে প্রবেশ করলেও চলমান অবরোধের কারণে বন্দরে পৌঁছাতে পারছে না দেশী গাড়ি। ফলে বেকার সময় পার করতে হচ্ছে তাদের। পণ্য পরিবহনেও লাগছে বাড়তি সময়।

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বলেন, দূরপাল্লার গাড়ি চলাচল না করার কারণে বন্দরে কোনো আমদানিকারক আসতে পারছে না। ফলে ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেয়ার কথা জানিয়ে বন্দরের সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিন জানান, সবকিছু সচল রাখার জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে। ব্যবসায়িদের বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে বলেও আশ্বাস দেন এই বন্দর কর্মকর্তা।

এর আগে করোনাকালেও এমন মন্দার মুখে পড়েছিলো বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply