গাজার বড় হাসপাতালগুলোকে সুরক্ষিত রাখতে হবে: বাইডেন

|

গাজায় এখন ইসরায়েলের প্রধান টার্গেট হাসপাতাল এবং শরণার্থী শিবিরগুলো। একের পর এক হাসপাতাল গুড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী। শুরু থেকেই ইসরায়েলকে চোখ বন্ধ করে সব ধরনের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এক চেটিয়া সমর্থে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে নেতা নিয়াহু প্রশাসন। তবে বড় বড় হাসপাতালগুলোতে কম আগ্রাসন চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরার।

সোমবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতি এ আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, গাজার বড় বড় হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। একই সাথে মানবিক বিরতি কার্যকরে নেতানিয়াহু প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

বাইডেন বলেন, আমার প্রত্যাশা, গাজার হাসাপাতালগুলোতে আগ্রাসনের মাত্রা কমানো হবে। ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং জিম্মিদের মুক্তির ব্যাপারে মানবিক বিরতির বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছি। তবে চিকিৎসাকেন্দ্রগুলো অবশ্যই এই হামলা থেকে সুরক্ষিত রাখতে হবে।

এদিকে, গত কয়েকদিনে ইসরায়েলের ভয়াবহ হামলায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতালের কার্যক্রম। ইসরায়েলি হামলা আর জ্বালানি সংকটে রীতিমতো সমাধিস্থলে পরিণত হয়েছে গাজার সবচেয়ে বড় হাসাপাতাল আল শিফাও। এতে ঝুঁকির মুখে পড়েছে হাজারো মানুষের জীবন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply