ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ৪২ সাংবাদিক নিহত

|

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ৪২ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। বিষয়টি সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন: মিসাইল হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন লেবাননের এক সাংবাদিক

১৯৯২ সাল থেকে এ ধরনের তথ্য সংগ্রহ করে আসছে সিপিজে। এত অল্প সময়ে এতজন সাংবাদিক মৃত্যুর খবর অর্থাৎ ৩৭ দিনে ৪২ জন সাংবাদিক নিহতের এমন নজির পূর্বে কখনও দেখা যায়নি।

সিপিজে এক বিবৃতিতে জানায়, সোমবার পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ৪২ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর নিহতের খবর নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে ৩৭ ফিলিস্তিনি, চার ইসরায়েলি ও এক লেবানিজ নাগরিক আছেন। এ ছাড়া আরও নয় সাংবাদিক আহত হয়েছেন।

এছাড়াও নিখোঁজ রয়েছেন তিন জন। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩ জন গণমাধ্যমকর্মী।

সংগঠনটি আরও জানায়, যুদ্ধের খবর সংগ্রহে নিয়োজিত সাংবাদিকরা একাধিকবার হামলা, হুমকি, সাইবার হামলা ও সেন্সরশিপের শিকার হয়েছেন। এছাড়া অনেক গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যরাও প্রাণ হারিয়েছেন।

 

/এমএইচ

 


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply