সাগরের তলদেশ থেকে হামাসের অস্ত্র উদ্ধারের দাবি ইসরায়েলের

|

ছবি: সংগৃহীত

সাগরের তলদেশ থেকে হামাসের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১৩ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আইডিএফ এর প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যায়, হামাসের অস্ত্রাগার শনাক্ত করে ইসরায়েলি নৌবাহিনী। এরপর সেগুলো উদ্ধারের জন্য অভিযান চালায় তারা। এ সময় বিপুল পরিমাণ মাইন, বিস্ফোরক, বোমা ও রকেট উদ্ধার করা হয়।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামাস ইসরায়েলের উপকূলীয় এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করছিল। এ কারণেই এসব অস্ত্র সাগরের তলদেশে রাখা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply