বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত

|

ছবি: সংগৃহীত

ছক্কা হাঁকানোয় রোহিত শর্মা যেন দিনে দিনে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। কদিন আগেই এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ‘হিটম্যান’। এবার গড়লেন আরেক ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন ভারতীয় অধিনায়ক। পেছনে ফেলেছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইলকে।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কিউইদের বিপক্ষে আগ্রাসী শুরু এনে ২৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রোহিত। এই ইনিংসের পথে তার ব্যাট থেকে আসে ৪ ছক্কা। রেকর্ডের পথে ট্রেন্ট বোল্টকে ছক্কায় উড়িয়ে বিশ্বকাপে ৫০তম ছক্কা মারেন রোহিত। ৪৭ ছক্কা নিয়ে নেমেছিলেন এই ম্যাচে। এদিন আরও ৪ ছক্কা মেরে করে ফেলেন আরেক রেকর্ড।

এদিকে সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোদের তালিকায় রোহিতের অবস্থান সবার উপরে। ৪৭৯ ইনিংসে হাঁকিয়েছেন ৫৭৩ ছক্কা। ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ক্রিস গেইল। আর কারও নামের পাশে নেই ৫০০ ছক্কাও। তিন নম্বরে থাকা শহীদ আফ্রিদির ছক্কা ৪৭৬ টি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply