যুক্তরাষ্ট্র-চীন বৈঠক, সামরিক যোগাযোগে সম্মত দুই দেশ

|

জো বাইডেন ও শি জিনপিং। ছবি: রয়টার্স

উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-চীন। বুধবার (১৫ নভেম্বর) সান ফ্রান্সিসকোয় দুই রাষ্ট্রপ্রধান জো বাইডেন ও শি জিনপিংয়ের বৈঠকে আসে সমঝোতা। খবর বিবিসির।

৬ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যান চীনের প্রেসিডেন্ট। এক বছরের বেশি সময় পর হলেন বাইডেনের মুখোমুখি। আলোচনায় গুরুত্ব পায় সামরিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, মাদক পাচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা। দুই দেশের প্রতিযোগিতা যাতে সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে জোর দেন বাইডেন।

সান ফ্রান্সিসকোয় ঐতিহাসিক ফিলোলি এস্টেটে বৈঠক হয় দুজনের। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারাও। বৈঠক শেষে তাদের একান্ত আলাপচারিতা হয়। এরপর মধ্যাহ্নভোজে অংশ নেন দুজন। এরপর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপরারেশন (এপেক) সম্মেলনে যোগ দেবেন তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply