গাজায় অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরায়েল

|

জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি গিলাদ এরদান জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বক্তৃতা দিচ্ছেন। ছবি: আনাদুলু এজেন্সি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত মানবিক অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব পালনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা থাকলেও, তা আমলে নিচ্ছে না ইসরায়েল। আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি গিলাদ এরদান বলেন, মাল্টার উত্থাপিত প্রস্তাবটি অর্থহীন। কারন- উত্থাপিত প্রস্তাবটিতে প্রকৃত বাস্তবতা তুলে ধরা হয়নি। এসময়, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার নিন্দা না জানানোয় নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন তিনি।
গিলাদ অভিযোগ করে বলেন, গাজায় ইচ্ছাকৃত মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে হামাস। তাতে ইসরায়েলের ওপর বাড়বে আন্তর্জাতিক মহলের চাপ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply