গাজায় অস্ত্রবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট

|

ছবি: রয়টার্স।

গাজায় অস্ত্রবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। বুধবার (১৫ নভেম্বর) হাউজ অব কমন্সে হওয়া ভোটে বেশিরভাগ সদস্য এ অবস্থান নেন। খবর আল জাজিরার।

পার্লামেন্টে ২৯৩ জন এমপি অস্ত্রবিরতির বিপক্ষে অবস্থান নেন। অন্যদিকে, অস্ত্রবিরতির পক্ষে ভোট পড়েছে ১২৫টি ।

মূলত, গাজায় অস্ত্রবিরতি কার্যকরের পক্ষে ব্রিটিশ সরকারের অবস্থানের দাবিতে পার্লামেন্টে এই সংশোধনীর প্রস্তাব তোলা হয়। প্রস্তাবটি পাস হলে তা আইনে পরিণত হতো।

তবে, প্রস্তাব পাস না হলেও বিরোধী লেবার পার্টি বেশ বিপাকে পড়েছে। দলটির প্রধান কিয়ার স্টারমারের নির্দেশ উপেক্ষা করেই ৫৬ জন আইনপ্রণেতা অস্ত্রবিরতির পক্ষে ভোট দেন। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে দলটির মতবিরোধের চিত্র প্রকাশ পেলো।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply