গাজীপুর করেসপনডেন্ট:
গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিক্সার গাড়ির চাপায় দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। তারা কালিয়াকৈর শাহীন স্কুল ও মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাদের মোটরসাইকেলটি চন্দ্রা থেকে সফিপুর দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে বাম দিক থেকে আসা একটি সিমেন্ট মিক্সার গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পিছলে পড়ে যায়। এতে সিমেন্ট মিক্সার গাড়ির নিচে পড়ে তারা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন জনান, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গাড়ির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএইচ/এটিএম
Leave a reply