পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

|

পটুয়াখালীতে সানজিদা (৩২) নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। এদের মধ্যে ৩টি কন্যাশিশু ও একটি ছেলেশিশু। বর্তমানে মা ও চার নবজাতক সুস্থ্ রয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার নবজাতকের জন্ম হয়। গাইনি চিকিৎসক ডা. জাকিয়া সুলতানার তত্ত্বাবধানে অস্ত্রোপাচার সম্পন্ন হয়।

এ বিষয়ে ডা. জাকিয়া সুলতানা বলেন, বাচ্চাগুলো গর্ভে আড়াআড়ি ও উল্টো অবস্থায় থাকার কারণে আমরা অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেই। তবে বাচ্চাদের মায়ের উচ্চ রক্তচাপ, থাইরয়েড ও ডায়বেটিস থাকায় অস্ত্রোপাচারে অনেক ঝুঁকি ছিল। বর্তমানে মা ও বাচ্চারা সুস্থ আছে। বাচ্চাদের মধ্যে দুইজনের ওজন একটু কম হওয়ায় তাদের নবজাতক পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সফলভাবে অস্ত্রোপাচার সম্পন্ন করতে পারায় আমরা খুশি। আমি অনেক অস্ত্রোপচার করেছি। কিন্ত এরকম অভিজ্ঞতা আমার কাছে প্রথম।

জানা যায়, সানজিদা তার স্বামী আজহারুল ইসলামের সাথে সিলেটে বসবাস করতেন। চলতি বছর স্ত্রী সানজিদা গর্ভবতী হলে সিলেট থেকে তাকে পটুয়াখালী নিয়ে আসে স্বামী আজহারুল।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply