ভোরে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা; খেলা দেখবেন যেভাবে

|

ছবি: সংগৃহীত

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের পঞ্চম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা। তাই উরুগুয়ের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রেখে শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া লিওনেল স্কালোনির শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ বুয়েনস আইরেসে এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ইকুয়েডরকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায়। মেসিদের আগামীকালের ম্যাচটি সরাসরি দেখা যাবে না কোনো টেলিভিশন চ্যানেলে। তবে বাংলাদেশের মেসি ভক্তদের জন্য থাকছে সুখবর। এই লিংকে গিয়ে অনলাইনে সরাসরি দেখতে পারবেন মেসিদের খেলা।

শক্তির বিচারে উরুগুয়ের তুলনায় অনেকটা এগিয়ে আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ের বিষয় তো রয়েছেই, বিশ্বকাপের বাছাই পর্বের ফলাফলও তাই বলছে। উরুগুয়ের চার ম্যাচে জয় দুটি। সর্বশেষ ৩ ম্যাচে ১টি জয়, ১টি ড্র এবং আরেকটি ম্যাচে হেরেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে আর্জেন্টিনা টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে।

আকাশী নীল শিবিরে এই ম্যাচের শুরুর একাদশেই দেখা যাবে ফুটবল যাদুকর লিওনেল মেসিকে। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা সবশেষ ম্যাচেও করেছিলেন জোড়া। বিশ্বকাপ বাছাই পর্বে ২ ম্যাচে করেছেন ৩টি গোল। পরিসংখ্যানই বলে দিচ্ছে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এলএমটেন।

বাছাই পর্বে চার ম্যাচ শেষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। চার ম্যাচ থেকে শতভাগ জয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ১২। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ব্রাজিলের অবস্থান ৩ নম্বরে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply