ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

|

ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের গ্রুপ পর্বে একমাত্র ভিয়েতনামকেই শক্তিশালী প্রতিপক্ষ বলে মেনেছিল বাংলাদেশ। এই ম্যাচের আগ পর্যন্ত দু’দলের গোল, পয়েন্ট- সবই সমান ছিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যেতে হলে জিততেই হতো মারিয়াদের। তহুরা ও আঁখির গোলেই সেটিই নিশ্চিত হয়েছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু অফসাইডের কারণে শামসুন্নাহারের করা গোল বাতিল হয়। গোটা ম্যাচে বাংলাদেশের ৩টি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে।

প্রথমার্ধের শেষ মিনিটে তহুরার গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে আঁখি খাতুন ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচে বল দখল, আধিপত্য সবক্ষেত্রেই এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা। যোগ্য দল হিসেবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে পা রাখলো বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply