মিধিলির প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

|

চট্টগ্রাম ব্যুরো:

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকেই নগরীতে বৃষ্টি হচ্ছে। এতে চকবাজারের ফুলতলাসহ আশপাশের বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে।

চকবাজার ছাড়াও নগরীর নিম্নাঞ্চল এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ছুটির দিনে দেখা দিয়েছে যানবাহন সংকট। ফলে জন ভোগান্তি পৌঁছেছে চরমে।

তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগীরা নগরীর দুই সেবা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও সিটি করপোরেশনকেই দুষছেন।

এদিকে, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের ১টি, চউকের ২টি এবং পানি উন্নয়ন বোর্ডের ১টি প্রকল্পের আওতায় ১১ হাজার ৩৪৪ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply