চট্টগ্রাম ব্যুরো:
ঘূর্ণিঝড় মিধিলির কারণে একদিন বন্ধ থাকার পর আবার কর্মচঞ্চল হয়েছে চট্টগ্রাম বন্দর। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে শিপ ও কনটেইনার হ্যান্ডলিং এবং ডেলিভারি কার্যক্রম।
বর্তমানে বন্দরের জেনারেল কার্গো বার্থে থাকা ৫টি জাহাজে পণ্য লোড-আনলোড চলছে। সব জেটি ও টার্মিনালেও কর্মকাণ্ড স্বাভাবিক রয়েছে। বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজ যোগে পণ্য আনা নেয়াও শুরু হয়েছে।
এর আগে, শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির কারণে চ্যানেল সুরক্ষিত রাখতে ‘অ্যালার্ট-৩’ জারি করে বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনার পরেই সব জাহাজ নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। বন্দর শ্রমিকেরা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব বন্দরে তেমনভাবে না পড়ায় কাজে সাময়িক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তারা।
এএস/
Leave a reply