সিইসিকে চিঠি: জাপার প্রার্থী মনোনয়নের ক্ষমতা জিএম কাদেরের হাতে

|

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন করবেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে দিয়েছেন জাপা’র মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এই চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে দলটির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এর আগে শুক্রবার মুজিবুল হক চুন্নু বলেছিলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনি প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে। আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

এদিকে, বিএনপিসহ ৪৪টি নিবন্ধিত দলকেই প্রার্থী মনোনয়নকারীর নাম জানাতে বলেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরুর দেড় ঘণ্টার মধ্যে ১৯০টি বিক্রি হয়েছে। দেড় ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১টা, চট্টগ্রাম বিভাগে ৪০টা, সিলেট বিভাগে ১১টা, ময়মনসিংহ বিভাগে ১৫টা, বরিশাল বিভাগে ১১টা, খুলনা বিভাগে ২২টা, রংপুর বিভাগে ১৭টা, রাজশাহী বিভাগে ২৩টা দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এরই মধ্যে তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। দলটির সঙ্গে ভোটভুক্ত হয়ে সোনালী আঁশ মার্কা নিয়ে প্রগতিশীল ইসলামী জোট ভোটে অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) শনিবার (১৮ নভেম্বর) আবেদন করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply