গাজায় ১০৯ মিলিয়ন ডলার সহায়তা পাঠালো ইউরোপীয় কমিশন

|

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দের লিয়েন। ছবি: আল জাজিরা।

ফিলিস্তিন সংকট নিরসনের একমাত্র উপায় দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান। শনিবার (১৮ নভেম্বর) এমন মন্তব্য করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন দের লিয়েন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সংলাপের বাইরে অন্য কোনো উপায়ই স্থায়ী ফলাফল দিতে পারবে না বলে জানান লিয়েন। রাজনৈতিক সমাধান প্রক্রিয়ায় যেকোনো ধরনের সহায়তায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও, চলতি মাসে ১০৯ মিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা পাঠিয়েছে ইউরোপীয় কমিশন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছি আমরা। তবে এটাতো স্থায়ী সমাধান নয়। আমাদের দীর্ঘস্থায়ী পদক্ষেপের কথা ভাবতে হবে। আর সেটা হতে পারে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। রাজনৈতিক চুক্তিতে সব ধরণের সহায়তায় প্রস্তুত আমরা।

গাজায় সহায়তার লক্ষ্যে পরিস্থিতি বিবেচনায় ত্রাণের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দেন তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply