বৈরী আবহাওয়া ও সম্ভাব্য ড্রাইভিং ঝুঁকি বিবেচনায় ভারতের মানালি-লেহ সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, লাহৌল স্পিতি ও লাদাখ প্রশাসনের নির্দেশ অনুসারে, দারচা-সারচু, দারচা-শিঙ্কু লা এবং গ্রামফু-কাজা রাস্তাগুলি সোমবার থেকে বন্ধ থাকবে।
প্রশাসনের বিবৃতিতে বলা হয়, রাস্তাগুলোতে তুষার গলতে শুরু করবে আগামী বছরের মে মাসে। সব ঠিকঠাক থাকলে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে মহাসড়কটি আবার চালু করা হবে।
লাহৌল প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, যে সকল ভ্রমণকারী আদেশ অমান্য করে এই রুটে ভ্রমণ করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
/এআই
Leave a reply