আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন খারিজে বিস্মিত না হলেও, বিচারবিভাগের ভূমিকায় হতাশ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিচারবিভাগ আওয়ামী লীগেরই ইচ্ছা পূরণ করেছে।
সোমবার (২০ নভেম্বর) এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের দেয়া হলেও, সুপরিচিত এবং সাবেক সংসদ সদস্যদের কারাগারে ডিভিশন দেয়া হচ্ছে না।
এ সময় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বিশ্বাসী নয় সরকার। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে।
আওয়ামী গৃহপালিত নির্বাচন কমিশন নির্বাচনের নামে ইয়ার্কি শুরু করেছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, এই কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়োগ দেয়া হয়েছে নির্বাচন কমিশনারদের। এই নিরর্বাচনে অংশ করা মানেই আত্মহত্যা করা।
এসজেড/
Leave a reply