আবারও আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

|

ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাদা বলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

প্রসঙ্গত, তৃতীয় দিনে ক্ষমতাসীন এই দলের পক্ষ থেকে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন ৭৩৩ জন যার মোট মূল্য ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply