ভারতের চাওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ধারা যেন ভাটা না পড়ে: পররাষ্ট্রমন্ত্রী

|

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও সমুন্নত গণতন্ত্র চায় ভারত। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের গণতান্ত্রিক ধারায় কোনো ভাটা পড়বে না, সেটিই দেশটির চাওয়া।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ কে আব্দুল মোমেন জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আসন্ন দিল্লি সফরে রুটিন বৈঠক হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই সেখানে আলোচনা হবে। নির্বাচনের মতো রাজনৈতিক ইস্যুতে আলোচনা হবার সুযোগ নেই। এ নিয়ে আলাপ হয়ে গেছে। বিষয়টি নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply