যারা আগুনসন্ত্রাসের পক্ষে কথা বলে তাদেরকে আইনের আওতায় আনা হবে: হানিফ

|

আগুন দিয়ে পুড়িয়ে রাজনীতি হয় না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড, বিএনপি-জামায়াতের উদ্দেশ্য এমন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। যারা এদের পক্ষে কথা বলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘হরতাল-অবরোধ-আগুন সন্ত্রাস: বন্ধ হোক এই অপরাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।

মাহবুব উল আলম হানিফ বলেন, তারা ভেবেছে, বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়েই নির্বাচন বানচাল করা যাবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। এই নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হচ্ছে। আওয়ামী লীগ রাষ্ট্র ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে এই সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করুক এটি আমরা চাই। কিন্তু তারা যদি বাড়াবাড়ি করে তাহলে সরকারের পাশাপাশি রাজপথে তাদের শায়েস্তা করবে আওয়ামী লীগ।

তিনি আরও বললেন, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কঠিনভাবে দমন করেই এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply