আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। বুধবার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগের ঘোষণা দেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন ২০১১’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে মেন্টর হিসেবে দেখা যাবে তাকে। নাইট রাইডার্সের সাথে যুক্ত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন গৌতম। বেগুনি আর সোনালী জার্সি পরতে উদ্গ্রীব তিনি। মালিক শাহরুখ খানও মেন্টর হিসেবে তাকে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্যাপ্টেন ঘরে ফিরে আসায় দারুণ খুশি কিং খান।
২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতায় খেলেছেন গম্ভীর। অধিনায়ক হিসেবে কেকেআরকে সাফল্যের শিখরে উন্নীত করেছিলেন গৌতম গম্ভীর। তার নেতৃত্বেই দু’বার চ্যাম্পিয়ন হয় কলকাতা। পাঁচবার দলকে প্লে-অফে নিয়ে যান।
গত মৌসুমে কলকাতার অধিনায়ক ছিলেন নীতিশ রানা। গৌতম গম্ভীর তার আইডল বলে জানিয়েছেন রানা। ২০১৪ সালের পর আর কখনও আইপিএলের ট্রফি জিততে পারেনি কেকেআর। মেন্টর গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের হাত ধরে ২০২৪ সালে কেকেআর এবার আইপিএল জিততে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
/এএম
Leave a reply