চোট নিয়েই বছর শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। বুধবার (২২ নভেম্বর) মারাকানায় ব্রাজিল ম্যাচের শেষ দিকে কুঁচকির ইনজুরির কারণে মাঠ থেকে তুলে নেয়া হয় মেসিকে।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার টাচলাইনে গিয়ে চিকিৎসা নিতে দেখা যায় লিওনেল মেসিকে। ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন ফুটবলের মহাতারকা। ম্যাচ শেষে নিজের ইনজুরির কথা জানান তিনি। বলেন, তার অ্যাডাক্টরে অস্বস্তি হচ্ছিলো। নতুন বছরে যাতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে ফিরতে পারেন, সেজন্য তার যথেষ্ট সময় আছে বলেও মন্তব্য করেন মেসি। সুস্থ হয়ে আরও ভালোভাবে কামব্যাক করতে চান সুপার লিও।
গ্যালারিতে দুদলের সমর্থকদের তুমুল মারামারির কারণে ম্যাচটি আধ ঘণ্টা দেরিতে শুরু হয়েছিলো। পরিস্থিতি শান্ত করতে সতীর্থদের দিকে ছুটে যান দলনেতা। এর আগে, উরুগুয়ের সাথে ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে চোট খুব ভুগিয়েছে মেসিকে।
/এএম
Leave a reply