নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে রাজধানীতে মানববন্ধন

|

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ এর ব্যানারে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা, সমাজ, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা শিক্ষাক্রম সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে। ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরও পতনের সম্মুখীন হবে। আমাদের সন্তানদের শিক্ষা ও জীবন আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে।

তারা আরও বলেন, সরকারের এই নতুন কারিকুলামে আমরা খুবই উদ্বিগ্ন। এমতাবস্থায় নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি করেছেন অভিভাবকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply