নির্বাচন বানচাল করতে চায় একটি রাজনৈতিক দল: বাহাউদ্দিন নাছিম

|

ফাইল ছবি।

একটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চায়। আন্দোলনের নামে তৃতীয় শক্তি উত্থানের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সিনিয়র কৃষিবিদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এ সময় শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কথা জনগণের সামনে তুলে ধরতে এবং নির্ভয়ে ভোট প্রদানে জনগণকে উৎসাহিত করতে সিনিয়র কৃষিবিদদের আহ্বান জানান বাহাউদ্দিন নাছিম। অপশক্তির হাত থেকে দেশকে রক্ষারও আহ্বান জানান।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে। নতুন নতুন গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা যেন কৃষিখাতে কাজে লাগানো হয়, সে ব্যাপারে গুরুত্ব দেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply