বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বাগযুদ্ধ

|

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে দাবি করা রাশিয়ার বক্তব্যের পর এবার পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে দেশটির দাবি, যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না, তারা বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায়।

শনিবার (২৫ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাশিয়া ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে, বুধবার মস্কোতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশ আয়োজনের বিষয়ে বিরোধী দলীয় এক নেতার সঙ্গে বৈঠক করেন। বলেন, এই ধরনের কাজ অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপের চেয়ে কম কিছু নয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply