সন্ত্রাসের সাথে জড়িত কোনো দলের সাথে সংলাপ নয়: তথ্যমন্ত্রী

|

যারা পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ায়, হাসপাতালে হামলা চালায়, গাড়ি-ঘোড়া ও স্কুল ঘর পোড়ায়, ওরা কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক কর্মসূচিও এগুলো নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জামালখান সড়কে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শীর্ষক ম্যুরাল ও তথ্যচিত্র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে, ১৪ই জুন চট্টগ্রামের জামাল খান মোড়ে সড়কের পাশে দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি ম্যুরাল ভাঙচুর করা হয়। অভিযোগ, তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগুলো ভাঙচুর করে।

এরপর নতুন আঙ্গিকে ৫ মাস ধরে নির্মাণ শেষে শনিবার সকালে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত শুধু ধ্বংসই করতেই জানে, সৃষ্টি করতে জানে না।

বোমাবাজি ও সন্ত্রাসের সাথে জড়িত কোনো দলের সাথে সংলাপের সম্ভাবনাও নাকচ করেন তথ্যমন্ত্রী।

নতুন রুপ দেয়া ম্যুরালগুলো ফিরেছে আগের রুপে। পুনঃনির্মিত হওয়ায় খুশি স্থানীয়রাও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply