শেষ হলো রাজস্থান বিধানসভা নির্বাচন, কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

|

রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। ছবি: হিন্দুস্তান টাইমস।

শেষ হলো ভারতের রাজস্থানে বিধানসভা নির্বাচন। শনিবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত মোট ৬৮ শতাংশ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা হয়। তবে, জয়সালমের জেলায় সর্বাধিক ভোটার রেকর্ড হয়েছে ৭৬ শতাংশ। নির্বাচনী এলাকা অনুযায়ী ৮০ শতাংশ নিয়ে আলওয়ারের তিজারায় সর্বোচ্চ। অপরদিকে, পালির সুমেরপুরে ৫৭ শতাংশ নিয়ে সবচেয়ে কম দেখা গেছে ভোটারদের উপস্থিতি।

এদিকে, ২০০ আসনের মধ্যে ১৯৯টি আসনে চলছে কংগ্রেস-বিজেপি’র হাড্ডাহাড্ডি লড়াই। একটি আসনে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

রাজস্থানে এবার ভোটার সংখ্যা ৫ কোটি ২৫ লাখ। নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এক লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রশাসন। ১৯৯৩ সালের পর থেকে রাজস্থানে টানা দুই মেয়াদে কোনো সরকার ক্ষমতায় থাকেনি। তাই কংগ্রেসকে হারিয়ে ফের বিজেপি শিবিরের পাল্লা এবার ভারী বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক।

তবে কংগ্রেসের প্রত্যাশা, বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের জাদুতেই রাজ্যটিতে ক্ষমতা ধরে রাখবে তারা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply