ভেঙে পড়েছে সিন্ডিকেট! রাজধানীতে মিলছে ৫৯৫ টাকায় গরুর মাংস

|

আশিক মাহমুদ:

এক কেজি গরুর মাংসের দাম ৫৯৫ টাকা। তাও আবার রাজধানী ঢাকাতে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তবে সব বাজারে না। নির্দিষ্ট কিছু মাংসের দোকানে। প্রশ্ন উঠেছে হঠাৎ মাংসের দাম প্রায় ২০০ টাকা কমলো কীভাবে? যমুনার অনুসন্ধান বলছে, কম দামের কারণে বিক্রি বেড়েছে। আর সিন্ডিকেটও ভেঙে পড়ায় এই অবস্থা।

রীতিমত ঘোষণা দিয়ে রাজধানীর খিলখাওয়ে ৫৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এমন খবরে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ ক্রেতারা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সবাই মাংস কিনছেন।

গত ৬ মাসেও যারা মাংস কিনে খাননি তারাও দাম কমার খবরে মাংসের দোকানে ভিড় করছেন।

কয়েকদিন আগেও খিলগাঁওয়ের স্থানীয় খলিল মাংস বিতানে দিনে ২-৩টি গরুর মাংস বিক্রি হতো। আর এখন দাম কমানোর ফলে প্রতিদিন ৩০ থেকে ৪০টি গরু জবাই করা হচ্ছে।

মাংস বিতানের মালিক খলিলুর রহমান জানিয়েছেন, বাজারে গরুর দাম কিছুটা কম। তবে ৫৯৫ টাকায় বিক্রি করে লাভ হচ্ছে না।

এখন প্রশ্ন উঠেছে হঠাৎ কেনো কমে গেলো মাংসের দাম। কম দামে বিক্রি করা এসব মাংসের মান কি ভালো? এসব প্রশ্নের উত্তর খুঁজেছে যমুনা টেলিভিশন।

মাংসের মান নিয়ে প্রশ্ন ওঠায় প্রকাশ্যে রাস্তার ওপর বড় বড় এসব গরু জবাই দেয়া হচ্ছে। ক্রেতারা বলছেন, মাংসের মান ভালো।

শুধু খিলগাঁও নয়, বাজার ঘুরে দেখা গেছে, মিরপুর, রামপুরা, হাতিরঝিল ও পুরান ঢাকার বেশ কিছু দোকানে কমেছে গরুর মাংসের দাম।

এদিকে কসাইরা বলছেন, মাংসের দোকানের সিন্ডিকেট ভেঙে গেছে। ফলে এর প্রভাব পড়েছে বাজারে।

রাজধানীর হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, এখানে প্রতি কেজি মাংস এখনও বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। যার ফলে ক্রেতা কমে গেছে।

এক এক বাজারে পণ্যের দাম এক এক রকম। ফলে বিপাকে পড়ছেন ক্রেতারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply