ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলো ৩৯ ফিলিস্তিনি

|

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে এসেছে প্রিয় কন্যা। ভালবাসায় সিক্ত হয়ে কন্যাকে বুকে জড়িয়ে ধরে তার মা। ছবি: আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে মুক্তি পেলো ১৭ জিম্মি। বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে ছাড়লো ইসরায়েল। রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, রেডক্রসের মাধ্যমে সম্পন্ন হয় জিম্মি হস্তান্তর। মুক্তিপ্রাপ্তদের ১৩ জন ইসরায়েলি এবং চারজন থাইল্যান্ডের নাগরিক।

শনিবার মধ্যরাতে, রাফাহ ক্রসিংয়ের মাধ্যমে তাদের ইসরায়েলে নেয়া হয়। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের নেয়া হয় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে।

এর আগে শুক্রবার কাতারের মধ্যস্থতায় ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। শর্ত অনুযায়ী, ৫০ জন জিম্মির বিনিময়ে মুক্তি পাবেন দেড়শো ফিলিস্তিনি।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগের জেরে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও, মিসর ও কাতারের মধ্যস্থতায় হয় নিষ্পত্তি।

জিম্মি হস্তান্তরের প্রথমদিনে মুক্তি পান ৩৯ ফিলিস্তিনি, অন্যদিকে হামাস মুক্তি দেয় ২৪ জিম্মিকে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply